পটুয়াখালী সংবাদদাতা : কলাপাড়ায় শ্বশুরবাড়িতে জামাইয়ের আত্মহত্যার ঘটনায় নিহতের স্ত্রী সোনিয়া বেগম ও শ্বশুর চান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার জামাই জাহিদুল ইসলাম স্ত্রী ও তার দুই বছরের মেয়ে সুলতানাকে আনতে শ্বশুড় বাড়ি যায়। কিন্তু সোনিয়া শ্বশুরবাড়ি আসতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।এতে ক্ষুব্ধ হয়ে জাহিদুল সোমবার সকালে বিষ পান করে অসুস্থ্ হয়ে পড়ে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের দাবি জাহিদকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এ জন্য তার শ্বশুর ও স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/বিডি/এপি/জানুয়ারি ২০, ২০১৪)