রাজশাহীতে হেরোইনসহ আটক ৪
রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে ৮৭০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করেছে র্যাব। রেলওয়ে কলোনির গোদাগাড়ী মডেল থানার রাজাবাড়িহাট এলাকা থেকে সোমবার বিকেলে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-গোদাগাড়ীর শাহাবদিপুর এলাকার বাবলু ড্রাইভারের ছেলে ফিরোজ আলম ফয়সাল, মহিশালবাড়ি এলাকার শামীম হায়দারের ছেলে সোহেল হায়দার, একই এলাকার হযরত আলীর দুই ছেলে হাসান আলী ও হানিফ সরকার।
র্যাব জানায়, আটকরা হেরোইন চোরাচালান চক্রের সদস্য। অভিযান চালিয়ে চোরাচালানের সময় হেরোইনসহ ওই চারজনকে আটক করা হয়।
(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/জানুয়ারি ২০, ২০১৪)