রাজশাহীতে ১৭ মাদকসেবীর কারাদণ্ড
রাজশাহী সংবাদদাতা : রাজশাহী নগরীতে ১৭ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিবার্হী ম্যাজিস্ট্রেট শারমিন আরা সোমবার রাত সোয়া ১১টার দিকে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর শেখের চক এলাকার রোকেয়া, চাঁদ, আলফাজ, সাজু, আজিজুর রহমান, রাজু ও মাজেদুল, পঞ্চবটি এলাকার জিনারুল, মঞ্জুর ও হাসান আলী, ভাটাপাড়া এলাকার মিজানুর রহমান, কাজিহাটা এলাকার হাসান আলী, সাগরপাড়া এলাকার খোকন, রানীনগর সাধুর মোড় এলাকার বাবলু, আলুপট্টি এলাকার বাবলু, শিরোইল এলাকার রেজাউল এবং কুমারপাড়া এলাকার গুড্ডু।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগরীর কাজিহাটা, ভাটাপাড়া, পঞ্চবটি, শেখেরচক, সাধুর মোড়, শিরোইল কলোনি, কুমারপাড়া ও আলুপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় মাদকসেবনের দায়ে ১৭ জনকে আটক করা হয়। পরে রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্তদের সংশ্লিষ্ট থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হবে।
(দ্য রিপোর্ট/এনএইচজে/এনডিএস/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)