পাবনা সংবাদদাতা : আজ পাবনায় জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল ও শহর শিবিরের সভাপতি আরিফুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের শুরুতে সকাল ৮টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কের রাজাপুরে হরতালের সমর্থনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

এ ছাড়া দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের নতুনহাট গোলচত্বরে হরতালের সমর্থনে পিকেটিং করে দলীয় সমর্থকরা। এর বাইরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতাল শুরুর পর পাবনা থেকে দূরপাল্লার ভারি যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহর ও জেলার অভ্যন্তরীণ রুটে হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ দ্য রিপোর্টকে জানান, হরতালে নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জোরদার রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)