খুলনায় ট্রাকের ধাক্কায় নানী-নাতি নিহত
খুলনা সংবাদদাতা : খুলনার ফুলতলায় ট্রাকের ধাক্কায় নানী ও নাতি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ফুলতলা এমএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে যশোরগামী একটি ট্রাক নানী সখিনা বেগম (৫৫) ও নাতি রুম্মানকে (৯) ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সখিনা বেগম নাতিকে নিয়ে ফুলতলা বাজারে যাচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
(দ্য রিপোর্ট/এটি/এএস/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)