বিএনপির ৫ নেতার জামিন
দ্য রিপোর্ট প্রতিবেদক : মতিঝিল থানায় দায়ের করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ দলটির শীর্ষ ৫ নেতার জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। গত বছরের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর ওই দুই মামলা দায়ের করা হয়।
জামিনের আদেশের পাশাপাশি তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- সে মর্মে একটি রুলও জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
মওদুদ আহমদ ছাড়া অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
হাইকোর্টের এই আদেশের ফলে আব্দুল আউয়াল মিন্টুর মুক্তির বিষয়ে কোনো বাধা রইল না। তবে বাকিদের বিরুদ্ধে আরও ৩টি করে মামলা রয়েছে। তাই তারা এখনই মুক্তি পাচ্ছেন না।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পুলিশের কাজে বাঁধা ও বিস্ফোরক মামলায় গত বছরের ২৪ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর মতিঝিল থানায় পুলিশ দুটি মামলা করে। গত ৮ নভেম্বর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ ৫ নেতাকে আটক করে পুলিশ। পরে এ দুই মামলায় ৫ নেতাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
(দ্য রিপোর্ট/এসএ/জেএম/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)