খন্দকার মাহবুবের রিমান্ড বাতিল
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনকে দেওয়া নিম্ন আদালতের রিমান্ড আদেশ বাতিল করেছেন হাইকোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রিমান্ড বাতিল করে এ আদেশ দেন।
এর আগে ৯ জানুয়ারি এক আবেদনের প্রেক্ষিতে মাহবুব হোসেনের রিমান্ড এক সপ্তাহের জন্য স্থগিত করেন বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
একই সঙ্গে কেন তার রিমান্ড বাতিল করা হবে না- সে মর্মে রুল জারি করেছিলেন আদালত। এরপর ১৬ জানুয়ারি রিমান্ড স্থগিতাদেশ আরও দুই মাস বৃদ্ধি করেন একই বেঞ্চ।
হাইকোর্টের দেওয়া রিমান্ড কেন বাতিল করা হবে না, রুলের শুনানি শেষে আদালত মঙ্গলবার রিমান্ড বাতিল করে দিয়ে রুলের নিষ্পত্তি করেন।
আদালতে খন্দকার মাহবুবের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদিন।
এর আগে পুলিশের কর্তব্যকাজে বাধা, ভাঙচুর ও বোমা হামলায় উস্কানির অভিযোগে করা মামলায় ৮ জানুয়ারি খন্দকার মাহবুব হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন নিম্ন আদালত। ঢাকার মহানগর হাকিম আমিনুল হক রিমান্ডের এই আদেশ দেন।
৭ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুবকে আটক করে ডিবি পুলিশ।
(দ্য রিপোর্ট/এসএ/এপি/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)