সুন্দরগঞ্জে সংঘর্ষে আহত শিবিরকর্মীর মৃত্যু
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দপুর ইউনিয়নে শনিবার রাতে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত এক শিবিরকর্মী মারা গেছেন। আহত সোহাগ (২৪) রংপুর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান।
জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দপুর ইউনিয়নে শনিবার গভীর রাতে জামায়াত-শিবিরের ক্যাডারদের গ্রেফতারে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় গ্রামবাসী একত্রিত হয়ে যৌথবাহিনীর ওপর ইটপাটকেল, ককটেল ছুড়লে যৌথবাহিনী টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে ২২ পুলিশ সদস্যসহ শতাধিক আহত হন।
(দ্য রিপোর্ট/এএইচএস/এএস/এএল/জানুয়ারি ২১, ২০১৪)