‘স্বৈরাচার সরকারের চেয়ে মিলিটারি শাসন ভালো’
দ্য রিপোর্ট প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘এটা গণতান্ত্রিক সরকার না। এই স্বৈরাচার সরকারের চেয়ে মিলিটারি শাসন ভালো ছিল। এরা অন্যকে মর্যাদা দেয় না। তাই এ সরকারকে বিদায় করতেই হবে।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘এ দেশের শতকরা ৯০ ভাগ মানুষ সরকারবিরোধী। কিন্তু যে কৌশল নিয়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করা উচিত তা বিরোধী দল বিএনপি করতে পারছে না। এ জন্য বিএনপিকেও কৌশলী হতে হবে। নিষ্ঠার সঙ্গে আন্দোলন করলে এ সরকার থাকবে না।’
তিনি বলেন, বাংলাদেশের জেলখানায় আর জায়গা নেই। ৬০-৭০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন জেলখানায় ৫-৬ গুণ বেশি রাজনৈতিক নেতাদের আটক করে রাখা হয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘জেলখানায় জায়গা নেই দেখে, আসামি ধরে গুলি করে হত্যা করা হচ্ছে।’
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি নেতা সামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক শওকত মাহমুদ।
(দ্য রিপোর্ট/সাআ/এফএস/এমসি/শাহ/জানুয়ারি ২১, ২০১৪)