আদিত্য রুপু, দ্য রিপোর্ট : সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘ইটিসি বলিউড বিজনেস অ্যাওয়ার্ড ২০১৩’। সংশ্লিষ্ট চলচ্চিত্রের ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। গেল বছরের শেষভাগে মুক্তি পাওয়া ‘ধুম-থ্রি’ ব্যবসায়িকভাবে বলিউড ইতিহাসে এবার নতুন রেকর্ড গড়ে। চতুর্থবারের মতো আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে ‘ধুম থ্রি’র ঝুলিতে যায় এবারের আয়োজনের বেশিরভাগ পুরস্কার। ‘ধুম থ্রি’র জয়জয়কারে উচ্ছ্বসিত সংশ্লিষ্ট সবাই।

জানা যায়, ২০১৩ সালের বেশ কয়েকটি চলচ্চিত্র ২০০ কোটি রূপির ক্লাব ছাড়িয়ে গেছে। অন্য আরও অন্তত ৫টি চলচ্চিত্র ছাড়ায় ১০০ কোটি রূপির ক্লাব। ইন্ডিয়ান চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ এই অ্যাওয়ার্ড ও পুরস্কারপ্রাপ্ত কলাকুশলীদের সম্পূর্ণ তালিকা দ্য রিপোর্টের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

সর্বোচ্চ আয়ের অভিনেতা- আমির খান, ধুম থ্রি। সর্বোচ্চ আয়ের অভিনেত্রী- দীপিকা পাডুকোন, রামলীলা। সর্বোচ্চ এক দিনের আয় : ধুম থ্রি। বছরের শ্রেষ্ঠ আয় : ধুম থ্রি। বর্ষসেরা আয়ের পরিচালক : বিজয় কৃষ্ণ আচার্য, ধুম থ্রি। বর্ষসেরা প্রযোজক : আদিত্য চোপড়া, ধুম থ্রি। মার্কেটিংয়ে আন্তর্জাতিক উৎকর্ষ : যশরাজ ফিল্মস। মোস্ট পপুলার ট্রেলর : ধুম-থ্রি। সোস্যাল কিং অফ ২০১৩ : সালমান খান। সোস্যাল কুইন অফ ২০১৩ : দীপিকা পাডুকোন। সর্বোচ্চ আয়ের অভিনেতা (নবাগত) : ধানুষ, রানঝে। সর্বোচ্চ আয়ের অভিনেত্রী (নবাগতা) : পল্লবী শার্দা, বেশরম। সর্বোচ্চ আয়ের পরিচালক (নবাগত) : কান্নান আয়ার, এক থি ডায়ান। বক্স অফিস সারপ্রাইজ অফ দ্য ইয়ার : আশিকি-টু ও গ্র্যান্ড মাস্তি। বর্ষসেরা অল্প বাজেটের ব্যবসা সফল ছবি : বিএ পাশ।

বর্ষসেরা সঙ্গীত পরিচালক : প্রীতম। বর্ষসেরা গান : তুম হি হো, আশিকি-টু। বর্ষসেরা মিউজিক কোম্পানি : টি-সিরিজ। ‘২০০ কোটি ক্লাব’ অ্যাওয়ার্ড : চেন্নাই এক্সপ্রেস, কৃষ-থ্রি ও ধুম-থ্রি। বেস্ট মার্কেটেড ফিল্ম : চেন্নাই এক্সপ্রেস। বেস্ট সিনেমা চেইন অফ দ্য ইয়ার : পিভিআর সিনেমাস ও ব্যবসাসফল ফরেইন ফিল্ম : আয়রন ম্যান।

(দ্য রিপোর্ট/এআর/এমসি/এএল/জানুয়ারি ২১, ২০১৪)