রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ আহত ৫
রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর কাজীবাধা এলাকায় অটোবাইক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে আইনজীবীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন অ্যাডভোকেট শংকর স্যান্নাল (৫৮), বালিয়াকান্দি উপজেলার তপু বিশ্বাস (২০), জাকির হোসেন (২৫), জুয়েল (২৫) ও পাবনা জেলার নাজিরগঞ্জ এলাকার জিয়াউর রহমান (২৬)।
আহত জিয়াউর রহমান জানান, তারা একটি আটোবাইকে চড়ে বালিয়াকান্দিতে যাচ্ছিলেন। এ সময় বালিয়াকান্দি থেকে রাজবাড়ীগামী মাহেন্দ্রর
মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(দ্য রিপোর্ট/টিএম/এএস/এএল/জানুয়ারি ২১, ২০১৪)