বরিশাল সংবাদদাতা : বরিশাল নগরীর হাটখোলায় আগুনে পুড়েছে তুলার গুদাম। এ সময় পাশের আরও দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী।

আবুল মিয়ার তুলার গুদামের কর্মচারী উজ্জ্বল জানান, তুলা ভাঙার মেশিন চালু করার পর আগুনের স্ফুলিঙ্গ বের হলে আগুনের সূচনা হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তুলা গুদামের মালিক আবুল মিয়া।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আহসানুল কবির দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, আবাসিক এলাকায় তুলার গোডাউন বলে মালিককে আগেই সতর্ক করেছিল ফায়ার স্টিংগুইশ রাখার জন্য। এটা থাকলে শুরুতেই আগুন নিয়ন্ত্রণে আনা যেত। তাহলে এ পরিমাণ ক্ষতি হতো না।

(দ্য রিপোর্ট/বিএস/এএস/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)