চুয়াডাঙ্গায় ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৪ লাখ ২৮ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক করেছে। বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ সব তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, জেলার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর, নাস্তিপুর ও মাগুরা জেলার জাগলা বাজারে পৃথক তিনটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ফেনসিডিল, মদ, গাঁজা, গেঞ্জি, চামড়ার মোজা, সাবান, পিতল ও স্টিলের কব্জা, বিয়ের টুপি ও ইনো উদ্ধার করা হয়।
(দ্য রিপোর্ট/আরআর/এফএস/এএস/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)