দ্য রিপোর্ট প্রতিবেদক : পরিচালকদের নিজ প্রতিষ্ঠানের ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণে ব্যর্থতার জন্য বারাকাত উল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক লিমিটেডকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ ছাড়া নির্ধারিত সময়সীমার মধ্যে কমিশনকে শেয়ার ধারণের বিষয়ে অবহিত না করায় ১৬ কোম্পানিকে সর্তকপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যালয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ৫০৫তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২২ নভেম্বর ২০১১ সালের নোটিফিকেশন নং-এসইসি/সিএমআরসিডি/২০০৯/১৯৩/১১৯/প্রশাসন/৩৪ যথাযথভাবে পরিপালনে ব্যর্থ হওয়ায় বারাকাত উল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক লিমিটেড আইন ভঙ্গ করেছে। ফলে সার্বিক দিক বিবেচনা করে কোম্পানিটিকে এক লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া একই নির্দশনা পরিপালন সত্ত্বেও নির্ধারিত সময়সীমার মধ্যে কমিশনকে অবহিত না করায় ১৬ কোম্পানিকে সর্তকপত্র ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সব কোম্পানি শেয়ার ধারণে বিষয়ে বিএসইসিকে অবহিত করেনি সেগুলো হল-এমবি ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আনলিমা ইয়ার্ন লিমিটেড, সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড, পদ্মা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, কাশেম ড্রাইসেলস লিমিটেড, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, ইনটেক অনলাইন লিমিটেড, ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

উল্লেখ্য, ২২ নভেম্বর ২০১১ সালের নোটিফিকেশনে উল্লেখ রয়েছে- পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকে নিজ নিজ কোম্পানির ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণ করতে হবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/সা/জানুয়ারি ২১, ২০১৪)