মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে গজারিয়ার হোসেন্দী ইউনিয়নে ইস্পাহানীচর বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে যুবদলকর্মী মো. ফাহিমসহ (৩০) অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি অন্তত ৭টি বাড়িঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদউদ্দন জানান, আহত ফাহিমের ভগ্নিপতি প্রথমে জানিয়েছিলেন, তিনি মারা গেছেন। পরে তার ভাই জানান, ফাহিম মারা যাননি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ দ্য রিপোর্টকে বলেন, গুরুতর আহত ফাহিম ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)