পাকিস্তানে ফের পোলিওকর্মীদের ওপর হামলা, নিহত ৩
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বন্দরনগরী করাচিতে পোলিও কর্মীদের ওপর চালানো হামলায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।
করাচির কাউমাবাদ এলাকায় মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে।
সিন্ধু প্রদেশের ৭৬ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচি শুরু হওয়ার একদিন পর এ হামলার ঘটনা ঘটল।
প্রথমদিন কর্মসূচি কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হলেও দ্বিতীয় দিন এ হামলার ঘটনা ঘটল। বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসূচি চলবে।
প্রসঙ্গত, পাকিস্তানে প্রায়ই পোলিওকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। সূত্র: দ্য ডন।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/সা/জানুয়ারি ২১, ২০১৪)