এমারেল্ডের আইপিওতে ৩৯ গুণ আবেদন
দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমতি পাওয়া এমারেল্ড অয়েলের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৩৯ গুণ আবেদন জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ কোম্পানির আইপিওতে স্থানীয় বিনিয়োগকারীরা ৭৬৬ কোটি ৫৩ লাখ ১৫ হাজার টাকার আবেদন করেছেন। আর গত ২০ জানুয়ারি পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে ১৭ কোটি ৫০ লাখ টাকার আবেদন জমা পড়েছে। মোট ৭৮৪ কোটি ৩ লাখ ১৫ হাজার টাকার আবেদন জমা পড়েছে।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। সে হিসেবে এ কোম্পানির আইপিওতে ৩৯.২০ গুণ আবেদন জমা পড়েছে।
স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন জমা পড়েছে ১১ লাখ ৫২ হাজার ১৬৬টি আর প্রবাসীরা ৩৫ হাজার আবেদন করেছেন।
এ কোম্পানির আইপিওতে স্থানীয় বিনিয়োগকারীরা গত ১২ জানুয়ারি পর্যন্ত এবং প্রবাসীরা ২১ জানুয়ারি, মঙ্গলবার পর্যন্ত আবেদন করার সুযোগ পান।
আইপিওতে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে এমারেল্ড কর্তৃপক্ষ। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা।
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে অ্যালায়েন্স ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এমারেল্ডের আইপিও অনুমোদন দেয়।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২১, ২০১৪)