অশ্লীল নৃত্য করায় লালমনিরহাটে ৮ জনের কারাদণ্ড
লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে অনুমোদনবিহীন যাত্রাগানে অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে ৮ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ হক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুরের বালুবাড়ি এলাকার ঝুমুর আক্তার (৩০), রত্না বেগম (২৭), রাণী বেগম (২০), সুমি আক্তার (১৮), লাবণী আক্তার (২৫), মোফাজ্জল হোসেন (৪৫), মোকছেদুল ইসলাম (৩৬) ও তারা মিয়া (৪৩)। এরা সবাই যাত্রাপালার শিল্পী ও কলাকুশলী।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চল হরিণচওড়া এলাকায় কয়েকদিন ধরে কিছু অসাধু লোক প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রাগানের অনুষ্ঠান করে আসছিল। সেখানে গানের নামে রাতভর চলে অশ্লীল নৃত্য আর জমজমাট জুয়ার আসর। গোপন সংবাদেরভিত্তিতে সোমবার গভীর রাতে পুলিশ সেখান থেকে অশ্লীল নৃত্য পরিবেশন করা অবস্থায় ৫ নর্তকীসহ ৮ জনকে আটক করে। আটকদের মঙ্গলবার সকালে লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
(দ্য রিপোর্ট/টিআই/এফএস/এমসি/সা/জানুয়ারি ২১, ২০১৪)