মিউজিক স্টেশনে চন্দনা মজুমদার
দিরিপোর্ট২৪ ডেস্ক : আরটিভির শুক্রবারের লাইভ স্টুডিও কনসার্ট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’ এর এবারের অতিথি শ্রোতাপ্রিয় শিল্পী চন্দনা মজুমদার। রাত ১২ টা ০৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে।
গানের ফাঁকে অনুষ্ঠানে চন্দনা মজুমদার দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। এ অনুষ্ঠান প্রসঙ্গে শিল্পী বলেন, ‘দীর্ঘদিন ধরে সঙ্গীতের সঙ্গে আমার বাস। গান গাইতে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি। আজীবন থাকতে চাই গানের সঙ্গে । এ অনুষ্ঠানে নিজের গানের পাশাপাশি পছন্দের অন্য গানও করব। কথা বলব গানের বিভিন্ন বিষয় নিয়ে। আশা করি অনুষ্ঠানটি দর্শকরা উপভোগ করবেন।’
‘ওয়ালটন মিউজিক স্টেশন’ অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন রিন্তি। এর প্রযোজনা করেছেন সফিক পাহাড়ী।
(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/এইচএসএম/অক্টোবর ৩১, ২০১৩)