দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহাখালী কাঁচা বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত জিল্লুর রহমান (৩৫) সোমবার রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত ১টায় তিনি আহত হন।

জিল্লুর রহমানের বাবার নাম মফিজ উদ্দিন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলার সিংপাড়া গ্রামে।

বনানী থানার উপ-পরিদর্শক হারুন অর রশীদ নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, জিল্লুর রহমান শনিবার গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন কাজের জন্য। এ সময় তিনি ছিনতাকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার পেটে ও হাতে ছুরিকাঘাত করে। তার কাছ থেকে মোবাইল ও টাকা নিয়ে যায় তারা। পরে পথচারীরা জিল্লুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টায় তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/সা/জানুয়ারি ২১, ২০১৪)