আটক দালালদের অর্থদণ্ড
সিলেট অফিস : সিলেটের বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) অফিস থেকে আটক ৬ জনকে ভ্রাম্যমাণ আদালত দালাল আইনে অর্থদণ্ড দিয়েছে।
সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ও মিজহারুল ইসলাম মঙ্গলবার বিকেল ৩টায় তাদের দালাল আইনে প্রত্যেককে পাঁচশ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে আটকরা জরিমানা দিয়ে মুক্ত হন।
এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-৯-এর এএসপি মাহমুদের নেতৃত্বে নগরীর বন্দর বাজারের বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন- পিংকু, উত্তম কুমার দাস, আল-আমিন ওরফে মোটা বাবু, লিয়াকত আলী, মুন্নু ও ফয়জুর রহমান।
(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এমএআর/সা/জানুয়ারি ২১, ২০১৪)