দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল ‘দ্বৈতচারিতা’ বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দফতরের দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, নিম্ন আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে নির্দোষ বলে খালাস দিয়েছেন। এরপরেও দুদকের উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে সংস্থাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছে। দুদকের এই দ্বৈতনীতি পরিহার করার আহ্বান জানান তিনি।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকালে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

‘বিএনপি দশম নির্বাচনে অংশ নেয়নি বলে তাদের আরও ৫ বছর খেসারত দিতে হবে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিপন বলেন, ‘প্রধানমন্ত্রীর ওই বক্তব্যই প্রমাণ করে তিনি অনির্বাচিতদের নিয়ে ক্ষমতায় থাকতে চান।’

তিনি বলেন, ‘যে নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে যায়নি সেই ভোটার ও প্রার্থীবিহীন তামাশার নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ৫ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। আগামী দিনে রাজনৈতিক ময়দানে আওয়ামী লীগকে অনেক খেসারত দিতে হবে, বিএনপিকে নয়।’

জনগণের রায় ছাড়া যে সরকার গঠিত হয়েছে, ওই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাতক্ষীরায় যৌথ অভিযান নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের সমালোচনা করে রিপন বলেন, ‘ভূতের মুখে রাম নাম, ইনুর মুখে সেনাবাহিনীর জন্য মায়া কান্না। তার সেই যুক্তি ও অধিকার নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর সেনাবাহিনীতে ক্যুসহ বিভিন্ন বিশৃঙ্খলা ঘটনা আছে, ইনু জেল খেটেছেন, তার সম্পর্কে সবাই জানে।’

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, ছাত্রদলের দফতর সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএআর/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)