বিএনপি নেতা দুলু জামিনে মুক্ত
নাটোর সংবাদদাতা : দীর্ঘ ১৩ মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মঙ্গলবার মুক্তি পান তিনি। এর আগে উচ্চ আদালত থেকে রবিবার ছয় মাসের জামিন পান দুলু।
মুক্তি পাওয়ার পর বিকেলে নেতাকর্মীদের সঙ্গে শহরের আলাইপুর এলাকার নিজ বাসায় আসেন দুলু। এ সময় বাড়ির সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে দুলু বলেন, ভোটারবিহীন একতরফা এ নির্বাচন টিকবে না। জেল, জুলুম নির্যাতন চালিয়ে কোনো লাভ হবে না। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে সবার অংশগ্রহণে নির্বাচন হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু।
উল্লেখ্য, ২০১২ সালের ৮ ডিসেম্বর যুবলীগ নেতা পলাশ হত্যা মামলায় শহরের বাসা থেকে তাকে আটক করা হয়েছিল। পরে দুলুকে নাটোর কারাগার থেকে রাজশাহী কারাগারে নেওয়া হয়। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এসবি/ এনআই/জানুয়ারি ২১, ২০১৪)