অবৈধ বসবাসকারী ধরতে সৌদিতে অভিযান
দিরিপোর্ট২৪ ডেস্ক : সৌদি আরবের বাদশাহ ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হতে আর মাত্র ৩ দিন বাকি। এরই মধ্যে সে দেশে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বেশিরভাগ-ই বৈধ হওয়ার প্রক্রিয়া শেষ করে এনেছেন। এই সময়ের পর থাকা অবৈধ বসবাসকারীদের ধরতে সোমবার থেকে নামছে বিশেষ পুলিশ।
জনগণের চলাচল ও বসবাসের স্থানগুলোতে ৩ নভেম্বর থেকে তল্লাশী চালাবে ১২শ কর্মীর বিশেষ পুলিশ দল। তারা শ্রমিকদের ইকামা ও কর্মস্থলে বৈধতা আছে কিনা তা পরীক্ষা করবেন। যাদের কাছে তা পাওয়া যাবে না তাদের জন্য রয়েছে ১ লাখ রিয়াল জরিমানা অথবা দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড।
সাধারণ ক্ষমার আওতায় গত কয়েক মাসে প্রায় ৭ লাখ অবৈধ বাংলাদেশি বৈধ হয়েছেন। এতে কাউকে নতুন পাসপোর্ট ইস্যু করা হয়েছে, কেউ পাসপোর্ট নবায়নের সুযোগ পেয়েছেন, আবার কাউকে ভ্রমণ-অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে সে দেশে প্রায় ১৮ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।
(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)