দ্য রিপোর্ট, কূটনৈতিক প্রতিবেদক : প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমার (বিসিআইএম)-এর সঙ্গে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন জোরদার করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিএসই-এর একটি প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে এ আহ্বান জানায়।

দেশের প্রধান শেয়ারবাজারের সভাপতি আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে প্রতিনিধি দলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করে। এ সময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক শেখ মোহাম্মদ বেলাল ও ডিএসই’র বোর্ড, কোম্পানি এবং ট্রেক অ্যাফেয়ার্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক আসাদুর রহমান।

বৈঠকে ডিএসই সভাপতি বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমারভুক্ত (বিসিআইএম) দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিসিআইএম ভুক্ত দেশের সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ সংযোগ স্থাপন, লজিস্টিক সাপোর্ট, অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন, দারিদ্র্য বিমোচন, মুদ্রা বিনিময়, গোল্ড এক্সচেঞ্জ স্থাপন, রিজিওনাল ক্রস-বর্ডার সেটেলমেন্ট সেন্টার স্থাপন, বিসিআইএম ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা, রিজিওনাল ফোরেক্স রিজার্ভ পুল স্থাপন, ওপেনিং এশিয়া ফাইন্যান্সিং প্রোডাক্টস ট্রেডিং সেন্টার, যৌথ ইন্স্যুরেন্স ইনটিটিউট স্থাপনের বিষয়ে আলোচনা করেন।

(দ্য রিপোর্ট/জেআইএল/এসবি/এনআই/জানুয়ারি ২১, ২০১৪)