বনদস্যুদের বিরুদ্ধে র্যাবের মামলা
বাগেরহাট সংবাদদাতা : সুন্দরবনের বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর প্রধান রেজাউলসহ ৩২ জনকে আসামি করে মামলা করেছে র্যাব। বাগেরহাটের শরণখোলা থানায় র্যাব-৮ এর ডিএডি নাজির আহম্মেদ বাদী হয়ে মঙ্গলবার বিকেলে এ মামলা দায়ের করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুল ছালেক দ্য রিপোর্টকে জানান, রবিবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া এলাকায় র্যাবের সঙ্গে বনদস্যু শীর্ষ বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় এক র্যাব সদস্য ও তাদের বোটের মাঝিসহ ৮ থেকে ১০ বনদস্যু আহত হয়।
(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/জানুয়ারি ২১, ২০১৪)