কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে অতর্কিত গুলিবর্ষণ করেছে শিবিরকর্মীরা। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ আশেপাশের এলাকায় অভিযান চালাচ্ছে।

কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন চৌধুরী দ্য রিপোর্টকে জানান, কলেজে মঙ্গলবার বিকেলে ফুড টেকনোলজি বিভাগের অষ্টম পর্বের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বের হওয়ার আগমুহুর্তে শিবিরের বহিরাগত এক সদস্য প্রধান গেইটে অবস্থান করে ছাত্রলীগকর্মীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ছাত্রলীগের ২ কর্মী গুলিবিদ্ধ হন ও আরও ৩ জন আহত হন।

পরে গুলিবিদ্ধ অবস্থায় ছাত্রলীগকর্মী ফুড টেকনোলজি বিভাগের অষ্টম পর্বের শিক্ষার্থী জাহেদুর রহমান ও আবদুর রহমানকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থী জাহেদুর দ্য রিপোর্টকে জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে শিবিরকর্মীরা।

(দ্য রিপোর্ট/এসএএম/এমএইচও/এসবি/আরকে/জানুয়ারি ২১, ২০১৪)