সাভার সংবাদদাতা : অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবলীগ নেতা সুমন ভুইয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আশুলিয়ার জামগড়া এলাকার দি রোর্জ গার্ডেন হোটেলে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) শাহিন পারভেজ দ্য রিপোর্টকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবৎ দি রোজ গার্ডেন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এর আগেও ওই হোটেলে অভিযান চালায় গোয়েন্দা দল। মঙ্গলবার সন্ধ্যায় অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় ৩৩ জন যুবক-যুবতীকে আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এসবি/জানুয়ারি ২১, ২০১৪)