দিরিপোর্ট২৪ ডেস্ক : শক্তিশালী টাইফুন ফিটো পূর্ব চীনে আঘাত হেনেছে। এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এদিকে, টাইফুন আঘাত হানার আগেই কয়েক লাখ লোককে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। সংবাদ সিনহুয়ার।

ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিসহ ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে সোমবার সকালে টাইফুনটি ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। এতে অঞ্চলটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ আগে থেকেই এই অঞ্চলে সর্বোচ্চ সর্তক সংকেত জারি করে।

ফিটোর আঘাতে ঝেজিয়াং প্রদেশে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই বন্দর শ্রমিক নিখোঁজ রয়েছেন। এছাড়া বিভিন্ন অঞ্চলে ভূমিধস ও ভারি বৃষ্টির আগাম সর্তকতা জানিয়েছেন আবহাওয়া কর্তৃপক্ষ।

উপকূলে টাইফুনটি আঘাত হানার আগেই ফুজিয়ান ও ঝেজিয়াং প্রদেশের প্রায় সাত লাখ অধিবাসী তাদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। এছাড়া প্রায় পয়ষট্টি হাজার নৌকাকে নিরাপদ আশ্রয় যেতে বলা হয়।

টাইফুনটির কারণে বিভিন্ন শহরে বিমান, বুলেট ট্রেন ও বাস সেবা বিঘ্নিত হয়।

বর্তমানে ঝড়টি উত্তর-পশ্চিম দিকে সরে গেছে। আশা করা হচ্ছে শীঘ্রই দুর্বল হয়ে পড়বে।

ফুলের নামে নামকরণ করা ফিটো এই বছরে চীনে আঘাত হানা তেইশতম টাইফুন। এর সপ্তাহখানেক আগে টাইফুন উসাগির আঘাতে দক্ষিণ গোয়ানডং প্রদেশে কমপক্ষে ২৫ জন মারা যায়।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ০৭, ২০১৩)