শেরপুর সংবাদদাতা : নালিতাবাড়ীর সোহাগপুরে বিধবাদের মাঝে ব্র্যাক অর্থ সাহায্য প্রদান করেছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন ৩০ বিধবার প্রত্যেকের হাতে ৪ হাজার ৮শ টাকা অর্থ সাহায্য তুলে দেন। এ সময় ইউএনও মাহবুবা আইরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাস, কাঁকরকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাজিমুদ্দিন, বিধবাপল্লীর সভাপতি জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৫ জুলাই হানাদার পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের একটি দল সোহাগপুর গ্রামে গণহত্যা চালায়। ওইদিন ২ ঘণ্টার অভিযানে গ্রামের ১৮৭ পুরুষকে গুলি করে হত্যা করা হয়। সেই থেকে গ্রামটির নাম দেওয়া হয় বিধবাপল্লী।

(দ্য রিপোর্ট/ এসএম/ এমডি/ জানুয়ারি ২১, ২০১৪)