ব্যাংককে জরুরি অবস্থা
দ্য রিপোর্ট ডেস্ক : অব্যাহত সরকারবিরোধী আন্দোলনের মধ্যে রাজধানী ব্যাংককে ৬০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে থাই সরকার। খবর আলজাজিরার।
থাইল্যান্ডের শ্রমমন্ত্রী চ্যালের্ম ইউবুমরাং মঙ্গলবার এ ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়েছে, রাজধানী ও এর আশপাশে যেখানে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে সে অঞ্চল জরুরি অবস্থার আওতাভুক্ত থাকবে।
মন্ত্রী বলেন, ‘আমাদের এটা প্রয়োজন ছিল। কারণ, বিক্ষোভকারীরা সরকারি ভবন, ব্যাংকগুলোর কাছেই অবস্থান নিচ্ছিল এবং ক্রমেই পরিস্থিতি অশান্ত হচ্ছিল। যার ফলে ইতোমধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সরকার জরুরি অবস্থা জারি করেছে।’
প্রধানমন্ত্রী ইংলাক জানিয়েছেন, জরুরি অবস্থা চলাকালীন সেনাবাহিনী নয়, মূলত পুলিশকেই ব্যবহার করা হবে।
(দ্য রিপোর্ট/এসকে/এএল/জানুয়ারি ২২, ২০১৪)