জয়পুরহাটে পুলিশি অভিযানে আটক ১৭
জয়পুরহাট সংবাদদাতা : জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার আশঙ্কায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ নিয়ন্ত্রণ অফিস জানিয়েছে, আটকদের মধ্যে সদর উপজেলা থেকে ১০ জন, পাঁচবিবি থেকে দুইজন, কালাই ও ক্ষেতলাল থেকে একজন করে এবং আক্কেলপুর থেকে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার হামিদুল আলম জানিয়েছেন, এ মুহূর্তে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। তবে বিভিন্ন সময় জেলায় নাশকতা সৃষ্টি ও দুস্কৃতিকারীদের গ্রেফতার অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
(দ্য রিপোর্ট/এএএম/জেএম/এএল/জানুয়ারি ২২, ২০১৪)