পাকিস্তানে ফের পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৪
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ফের পুলিশ ভ্যানকে লক্ষ্য করে চালানো বিস্ফোরণে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।
চারসাদ্দা জেলায় সারধেরি বাজারে বুধবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণটি কি ধরনের ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কোনো গোষ্ঠী এখনও বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি।
তবে গত কয়েকদিনে দেশটিতে নিরাপত্তাবাহিনীর ওপর তালেবান বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এ সব হামলায় কমপক্ষে ৩৩ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
গত বছরের নভেম্বরে মার্কিন ড্রোন হামলায় তালেবান প্রধান হেকিমুল্লাহ মাসুদ নিহত হওয়ার প্রতিশোধ নিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার হুমকি দিয়েছিল তালেবান।
এরই জের ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর তালেবান এ সব হামলা চালাচ্ছে।
এদিকে, মঙ্গলবার উত্তর ওয়াজিরিস্তানে তালেবানের সন্দেহভাজন অবস্থানের ওপর সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সূত্র: ডন।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এএল/জানুয়ারি ২২, ২০১৪)