দিরিপোর্ট২৪ ডেস্ক : উত্তর অস্ট্রেলিয়ায় নতুন প্রজাতির ডলফিন সনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা বৃহস্পতিবার জানিয়েছেন, ডলফিনের এ প্রজাতি সম্পর্কে আগে তারা কিছু জানতেন না।

সারা বিশ্বের বিজ্ঞানীদের নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি এক বছরের বেশি সময় ধরে প্রায় ১৮০টি মৃত ডলফিনের কঙ্কাল ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা শেষে নতুন এ প্রজাতির সন্ধান পায়। এর পাখনা দেখতে ছোট্ট টিলা আকৃতির। জেনেটিক ম্যাপিংয়ে বিজ্ঞানীরা এই নতুন প্রজাতি সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, নতুন প্রজাতির ডলফিনটি উত্তর অস্টেলিয়ার সমুদ্রে পাওয়া যায়। সর্বশেষ পাওয়া তথ্যের ভিত্তিতে তারা এই প্রজাতিটি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার ফ্লিন্ডারস ইউনিভার্সিটির জীববিজ্ঞানী গাইডো প্যারা জানিয়েছেন, নতুন ডলফিনের কোন নাম এখনও ঠিক করা হয়নি। তবে এর নাম অস্ট্রেলিয়ার সঙ্গে প্রাসঙ্গিক হয় এমন কিছুই দেয়া হবে।

(দিরিপোর্ট২৪/এইচএস/ এমডি/অক্টোবর ৩১, ২০১৩)