মেহেরপুরে অর্ধদিবস হরতাল চলছে
মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে বুধবার জেলায় অর্ধদিবস হরতাল পালন করছে জেলা জামায়াত।
তবে জেলার কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাত ২টায় মেহেরপুর শহরের উপকণ্ঠে বামনপাড়া এলাকায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন সাইফুল।
নিহতের পরিবার ও জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ বলেছেন, জামায়াতের রাজনীতি করার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছে জেলা জামায়াত।
(দ্য রিপোর্ট/এমআর/জেএম/এএল/জানুয়ারি ২২, ২০১৪)