দ্য রিপোর্ট ডেস্ক : তহবিল বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি ভারতি এয়ারটেল বাংলাদেশে তাদের টাওয়ার নেটওয়ার্ক বিক্রি করবে।

সুনীল মিত্তালের মালিকানাধীন ভারতের সবচেয়ে বড় বেসরকারি মোবাইল কোম্পানিটি অন্তত দুই বিলিয়ন মার্কিন ডলার তহবিল বাড়াতে চায়। আন্তঃনেটওয়ার্ক অবকাঠামো বিক্রির মাধ্যমে এ তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতি এয়ারটেল।

বাংলাদেশ থেকে কমপক্ষে ২০০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ও আফ্রিকায় টাওয়ার নেটওয়ার্ক বিক্রির পৃথক প্রস্তাবও পেয়েছে এয়ারটেল।

বাংলাদেশে এয়ারটেল নামে কার্যক্রম পরিচালনা করছে ভারতি এয়ারটেল। বাংলাদেশে এয়ারটেলের চার হাজার শক্তিশালী টাওয়ার আছে। সূত্র: দি ইকোনোমিক টাইমস।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এএল/জানুয়ারি ২২, ২০১৪)