দ্য রিপোর্ট প্রতিবেদক : চলে গেলেন চলচ্চিত্র পরিচালক মহম্মদ হান্নান। মঙ্গলবার ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

বিএফডিসিতে বুধবার দুপুর সাড়ে ১২টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে তার ছেলে মাহমুদ হায়াত অর্পণ দ্য রিপোর্টকে বলেন, ‘বিএফডিসিতে জানাজা শেষ হওয়ার পর আমরা তাকে বরিশাল নিয়ে যাব।’

এ বিষয়ে তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু পরিচালক শাহ আলম কিরণ বলেন, ‘খবরটি হুট করে শোনার পর প্রায় ১/২ মিনিট আমি স্তব্ধ ছিলাম। কোনো কথা বলতে পারিনি। এই তো সে দিন এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে বলল, কিরণ ভাই, আমি তো রেকর্ড করে ফেলেছি। ২২ দিন সিগারেট খাইনি। আমি বললাম ভালো তো। আমার জন্যও দোয়া করবেন, আমি যেন ছেড়ে দিতে পারি। কয়দিন আগে ওর স্ত্রী মারা গেল, ভাই মারা গেল। ও ভেঙ্গে পড়েছিল। আজ ও চলে গেল।’

পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘আমরা ভালো বন্ধু হারালাম। ভালো নেতৃত্ব হারালাম। উনি একজন সফল চলচ্চিত্র পরিচালকই ছিলেন, নাট্য পরিচালক ছিলেন। এটিএন বাংলায় মহম্মদ হান্নান পরিচালিত ‘ও আমার চক্ষু নাই’ নাটকটির ৭০০ পর্ব হয়ে গেছে। ওনার ইচ্ছে ছিল, এটাকে ১০০০ পর্বে নিয়ে যাওয়ার। হলো না। আমরা হান্নান ভাইকে হারালাম।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এক সময়ের সভাপতি মহম্মদ হান্নান এই পর্যন্ত অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ১৯৮৩ সালে ‘রাই বিনোদিনী’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন । ‘মালা বদল’, ‘অবরোধ’, ‘বিক্ষোভ’, ‘ভালবাসি তোমাকে’, ‘প্রাণের চেয়ে প্রিয়’সহ প্রায় পঁচিশটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

(দ্য রিপোর্ট/আইএফ/এএল/জানুয়ারি ২২, ২০১৪)