সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘনায় নিহত ৩
সিরাজগঞ্জ সংবাদদাতা : বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়েক বুধবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন।
আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ট্রাফিক পুলিশের হাবিলদার শহিদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে ওই সড়কের সয়দাবাদ নামকস্থানে ৬টি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে জাহাঙ্গীর আলম নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোরের বেনাপোল উপজেলার ভবারজের গ্রামের অধিবাসী। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এদিকে সকাল ১০টার দিকে একই সড়কের মফিজমোড় নামকস্থানে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতগামী একটি কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও ১৩ জন আহত হন। নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘনকুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএ/এমএআর/জানুয়ারি ২২, ২০১৪)