‘সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা আজও বাস্তবায়ন হয়নি’
দ্য রিপোর্ট প্রতিবেদক : সাম্প্রদায়িক সম্প্রীতির যে চেতনা নিয়ে মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তা আজও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দেশে এখনও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি বিদ্যমান আছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে বুধবার দুপুরে বিসিএস শিক্ষা ক্যাডারের ১৩৯তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দেশে আজও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে। তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এ সব কাজ করছে। তারা দেশকে পরাধীন রাখতে চেয়েছিল কিন্তু না পেরে আজও তারা বোমা মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।’
বোমাবাজ ও সাধারণ মানুষ হত্যাকারীদের কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘আমরা যখন মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নের দিকে এগুচ্ছি তখন সভ্য জগতের কাছে যারা যুদ্ধাপরাধী হিসেবে স্বীকৃত তারা নানাভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ৭১’সালে তারা ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, এখনও তারা মানুষ মারছে।’
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘লেখা পড়া শিখে মানুষ হতে না পারলে সে লেখা পড়া শিখে কী লাভ? নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সৃষ্টিতেও শিক্ষকদেরই বড় ভূমিকা রাখতে হবে।’
দেশ ও জাতির পক্ষ একটাই দাবি করে তিনি আরও বলেন, ‘দেশে দুই পক্ষ নেই। পক্ষ একটাই তা হলো মুক্তিযুদ্ধের পক্ষ। এতো নিয়ম মেনে আমারা যুদ্ধাপরাধীদের বিচার করছি, তারপরও বলা হয় এই কাদের মোল্লা আসল কাদের মোল্লা না। পাকিস্তানিরা কাদের মোল্লার পক্ষে অবস্থান নিয়ে নিজেরাই স্বাক্ষী দিয়েছে সেই ৭১’সালে হত্যাযজ্ঞ চালিয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘শিক্ষককে নিজের কর্ম ও মেধা দিয়ে নিজেকে গুরুর আসনে অধিষ্ঠিত করতে হবে। নতুন প্রজন্মকে মান সম্মত শিক্ষা দিতে হবে।’
নায়েমের মহাপরিচালক এ এস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নায়েমের সাবেক মহাপরিচালক শেখ একরামুল হক, কোর্স উপদেষ্টা ও নায়েমের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল মান্নান, কোর্স পরিচালক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ অধ্যাপক মাহফুজা শাহনাজ, নায়েমের পরিচালক নীলুফার বেগম নীলু।
উল্লেখ্য, চার মাসব্যাপী এ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে দুটি গ্রুপে ১৭৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
(দ্য রিপোর্ট/এসআর/এমসি/আরকে/জানুয়ারি ২২, ২০১৪)