নাটোরে মটরবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত
নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় রেজা সরকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওয়ালিয়া থেকে দয়ারামপুর যাওয়ার পথে ফুলবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজা সরকার লালপুর উপজেলার ধুপইল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেজা সরকার ওয়ালিয়া থেকে ধুপইল আসার পথে ফুলবাড়ি নামক স্থানে একটি মটরবাইক ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
(দ্য রিপোর্ট/এনএইচ/এমসি/আরকে/জানুয়ারি ২২, ২০১৪)