‘সরকারের নমনীয়তায় বিরোধী নেতারা মুক্তি পাচ্ছেন’
দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের নমনীয় অবস্থানের কারণে বিরোধী দলের নেতারা মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তেজগাঁয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে বুধবার সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় যোগাযোগমন্ত্রী একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি হরতাল-অবরোধের মতো সহিংস কর্মসূচি থেকে সরে আসায় আমরা তাদের প্রতি নমনীয় আচরণ করছি। এ জন্য তাদের নেতারা জামিনে মুক্তি পেতে শুরু করেছেন। আগে তারা সহিংস কর্মসূচি প্রত্যাহার না করায় মুক্তি পাননি, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
যোগাযোগমন্ত্রী বলেন, ‘দেশের প্রধান দুই দলের মধ্যে মতপার্থক্য থাকায়, বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। দেশে যে সব অঘটন ঘটে যাচ্ছে তাতে করে সব দলের মধ্যে জাতীয় ঐকমত্য গড়ে তোলা সম্ভব হচ্ছে না।’
সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শুধুমাত্র বিরোধী ভোট এই চিন্তা করে সংখ্যালঘু নির্যাতন করা উচিত নয়। আমাদের মনে রাখতে হবে আমাদের মোট জনসংখ্যার সমান মুসলিম সংখ্যালঘু প্রতিবেশী রাষ্ট্র ভারতেও রয়েছে।’
মতবিনিময় সভায় ওবায়দুল কাদের জানান, বিরোধী দলের হরতাল অবরোধের মতো সহিংস কর্মসূচিতে যোগাযোগ ও পরিবহন খাতে প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় শুধুমাত্র রাজনৈতিক সহিংসতায় এক বছরে ৪৭ জন গাড়িচালক অগ্নিদগ্ধ হয়েছেন। পাঁচ হাজারের মতো গাড়িতে আগুন দেয়া হয়েছে।’
বিআরটিএর দুর্নীতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এ প্রতিষ্ঠানটি থেকে দুর্নীতি রোধ করা। আমি দায়িত্ব নেওয়ার পর ৬০ ভাগ দুর্নীতি কমেছে। আগামী দুই বছরে তা ৮৫ ভাগ কমিয়ে আনার চেষ্টা করব।’
ওবায়দুল কাদের আশ্বাস দিয়ে বলেন, ‘গত বছর আমরা অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারিনি। মানুষের স্বস্তির জন্য আমাদের কিছু অপ্রিয় কাজ করতে হবে। এ ব্যাপারে কোনো টলারেন্স নেই। জিরো ট্রলারেন্সে আমাদেরকে চলতে হবে।’
মন্ত্রী বলেন, ‘দেশে যথেষ্ট আইন রয়েছে। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ হয় না। রাজনৈতিক কারণে সব সময় তা বাস্তবায়ন করাও সম্ভব নয়।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জামাল উদ্দিন প্রমুখ।
(দ্য রিপোর্ট/এইচআর/জেএম/আরকে/জানুয়ারি ২২, ২০১৪)