দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবাধিকার সংগঠন অধিকারের আয়ের উৎস খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আদিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বুধবার বিকেলে ৩টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং তা বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

দুদকের উপ-পরিচালক হারুনূর রশীদ তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ শেষে আদিলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘অধিকারের বিষয়ে কিছু অভিযোগ ছিল। দুদক তা আমার কাছে জানতে চেয়েছে। আমি তা জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি যা বলেছি, তা সব সত্য। আমরা আছি এবং আমাদের সংগ্রাম চলবে।’

দুদক সূত্র জানায়, অধিকারের অর্থনৈতিক উৎস এবং ব্যয়ের খাত খতিয়ে দেখতে এ অনুসন্ধান শুরু করা হয়েছে। গত জুলাই মাসে এ অনুসন্ধান কাজ শুরু করে দুদক। ইতোমধ্যে এনজিও রেগুলেটরি ব্যুরোর কাছ থেকে এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

গত ৬ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ৬১ হেফাজতকর্মী নিহত হয়েছে বলে দাবি করে অধিকার। অধিকারের ওই প্রতিবেদন মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেয় সরকার।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/জানুয়ারি ২২, ২০১৪)