জাহাঙ্গীরনগরের অস্থায়ী উপাচার্য এমএ মতিন
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক এমএ মতিন। ৩০ দিনের জন্য এমএ মতিনকে এ নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
১৩ জানুয়ারি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন। ড. মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষকদের একটি অংশ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন।
পদত্যাগের জন্য বাসভবন ঘেরাও, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ক্লাস বর্জন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন অবরোধ, সিনেট-সিন্ডিকেটসহ অন্যান্য প্রশাসনিক সভা প্রতিরোধসহ নানা ধরনের কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।
আনোয়ার হোসেন ২০১২ সালের ২০ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন ।
(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/আরকে/জানুয়ারি ২২, ২০১৪)