জাবির সাবেক ট্রেজারার অধ্যাপক নাসির আর নেই
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও সাবেক ট্রেজারার মো. নাসির উদ্দিন (৬০) আর নেই। তিনি বুধবার বেলা ১১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
এক শোকবার্তায় কর্তৃপক্ষ বলেন, অধ্যাপক মো. নাসির উদ্দিন-এর প্রয়াণে বিশ্ববিদ্যালয় তথা দেশে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। এই শূন্যতা পূরণ হবার নয়। তিনি ইতিহাস চর্চা ও গবেষণায় বিশেষ অবদান রেখে গেছেন।
বুধবার বাদ আছর উপাচার্য বাসভবন সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি ধামরাইয়ে দাফন করা হবে।
(দ্য রিপোর্ট/এএস/এপি/আরকে/জানিুয়ারি ২২, ২০১৪)