সুস্থ হয়ে ফিরলেন জ্যাক এফরন
দ্য রিপোর্ট ডেস্ক : দীর্ঘ বিরতির পর দর্শকদের মাঝে সুস্থ হয়ে ফিরলেন অভিনেতা, নৃত্যশিল্পী ও কন্ঠশিল্পী জ্যাক এফরন।
প্রায় ১ বছর ধরে এ অভিনেতা কোকেন আসক্তি থেকে মুক্তি পেতে পুনর্বাসন কেন্দ্রে লোকচক্ষুর আড়ালে ছিলেন। সম্প্রতি তিনি পুরোপুরি সুস্থ অবস্থায় আবার ফিরে এসেছেন। খবর আইএমডিবি সংবাদ সংস্থার।
গত ২১ জানুয়ারি নিউ ইয়র্ক সিটিতে তার মুক্তির অপেক্ষায় থাকা নতুন কমেডি-ড্রামা ছবি ‘দ্যট ওকওয়ার্ড মোমেন্ট’-এর প্রোমো উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ধরনের এক মুহূর্তে সবার সঙ্গে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। মনে হচ্ছে অনেক দিন পর আমি চমৎকার একটি জায়গায় এসেছি এবং খুব ভালো বোধ করছি।’
জীবনে নতুন আলোর দিশারী ২৬ বছর বয়সী এ অভিনেতা আরও জানান, তিনি তার ‘দ্যট ওকওয়ার্ড মোমেন্ট’র সহ-অভিনেতা ও ভালো বন্ধু মিশেল বি. জর্ডান ও মাইলি টেলারের সঙ্গে সাক্ষাৎকারের জন্য অধীর আগ্রহে ছিলেন।
জানা যায়, চলতি মাসের ৩১ তারিখে ‘দ্যাট ওকওয়ার্ড মোমেন্ট’ থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে। আর একই সঙ্গে জ্যাক এফরন ও তার নতুন চলচ্চিত্রের জন্য রইল শুভ কামনা।
(দ্য রিপোর্ট/পিআর/সা/জানুয়ারি ২২, ২০১৪)