দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে এক স্পেনের নাগরিককে অপহরণের চেষ্টাকালে অপহরণকারীদের গুলিতে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। এ সময় ওই স্প্যানিশ নাগরিকসহ ১০ জন আহত হন। গুলি বিনিময়ে এক অপহরণকারীও নিহত হন।

স্পেনের ওই পর্যটক দালবানদিন এলাকায় সাইকেলে ভ্রমণ করছিলেন। তাকে নিরাপত্তা দেওয়ার কাজে আধাসামরিক বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল। এ সময় অপহরণকারীরা হামলা চালালে আধাসমারিক বাহিনীর সঙ্গে তাদের গুলিবিনিময়ে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন সেখানে অতিরিক্ত ফ্রন্টেয়ার ক্রপস (এফসি) ও অ্যান্টি টেরোরিস্ট ফোর্স (এটিএফ) মোতায়েত করার কথা দাবি জানিয়েছে। সূত্র: দ্য ডন।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/সা/জানুয়ারি ২২, ২০১৪)