বাগেরহাটে ১০ কেজি গাঁজা উদ্ধার
বাগেরহাট সংবাদদাতা : মংলা কোস্টগার্ড অভিযান চালিয়ে দশ কেজি গাঁজা উদ্ধার করেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ থানার লাউডোব খেয়াঘাট এলাকা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা বিশ্বজিৎ সাহা দুপুর ১টা ৫২ মিনিটে এক প্রেস বিবৃতিতে জানান, কোস্টগার্ড পশ্চিম জোন উপকূলীয় এলাকায় মাদকদ্রব্য চোরাচালানরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অপারেশন দল গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
অভিযানের সময় কোস্টগার্ড টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ মাদক পাচারকারীরা গাঁজা রেখে পালিয়ে যায় বলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/সা/জানুয়ারি ২২, ২০১৪)