দ্য রিপোর্ট প্রতিবেদক : বিনিয়োগকারীদের বিও হিসেবে বোনাস শেয়ার পাঠিয়েছে ফাইন ফুডস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ঘোষিত ২ শতাংশ বোনাস শেয়ার বুধবার বিনিয়োগকারীদের বিও হিসেবে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণার কারণে কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২২, ২০১৪)