বরিশালে জামায়াত নেতা গ্রেফতার
বরিশাল সংবাদদাতা : বরিশাল নগরীর বাইতুল মোকাররম জামে মসজিদের আবাসিক ভবন থেকে বুধবার দুপুর ১টার দিকে জিহাদী বই ও লিফলেটসহ জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
গ্রেফতার হওয়া আ. আলিমের (২৮) বাড়ি সদর উপজেলার চাঁনপুরাতে।
মডেল থানা পুলিশের এসআই মজিবর রহমান দ্য রিপোর্টকে জানান, দুপুর ১টার দিকে মসজিদের আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৪০৪ নম্বর কক্ষ থেকে আ. আলিমকে গ্রেফতার করা হয়। এ সময় কম্পিউটারে কম্পোজ করা ‘জামায়াতের নেতাদের ফাঁসি হলে, কি পরিণাম হবে’ লেখা লিফলেট ও বিভিন্ন জিহাদী বই উদ্ধার করা হয়।
আলিম চাঁনপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে বন্দর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/বিএস/এমএইচও/এমএআর/সা/জানুয়ারি ২২, ২০১৪)