জামালপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০
জামালপুর সংবাদদাতা : জামালপুর-শেরপুর জেলার সীমান্তবর্তী চরপক্ষিমারী ও ছনকান্দা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪০ জন আহতের খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জান গেছে, জামালপুরের ছনকান্দা গ্রামের এক দোকানির সঙ্গে শেরপুরের চরপক্ষিমারী গ্রামের এক ইজিবাইক চালকের মধ্যে মোবাইলের সিম নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে এলাকায় মাইকিং করে এই সংঘর্ষের বিস্তার ঘটে।
বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে লাঠিসোটা, রাম দা, হকিস্টিক নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১২টি বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫২ রাউন্ড শটগানের গুলি ছুড়ে। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দুপুর ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই গ্রামের সীমান্তে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ও জামালপুরে পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার দ্য রিপোর্টের কাছে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের কথা নিশ্চিত করেন।
(দ্য রিপোর্ট/এসআর/এপি/সা/জানুয়ারি ২২, ২০১৪)